বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ১২ : ৩১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে গিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী। দান্তেওয়াড়ায় এক অনুষ্ঠানে অমিত শাহ ঘোষণা করেন, ছত্তিশগড়ের নকশালমুক্ত প্রতিটি গ্রামকে উন্নয়ন তহবিলে ১ কোটি টাকা দেওয়া হবে। নকশালদের আত্মসমর্পণে সক্রিয়ভাবে অবদান রাখা গ্রামগুলিকে এই তহবিল পুরস্কার হিসাবে দেবে কেন্দ্র।
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন অমিত শাহ। সেই লক্ষ্যে এগোতেই গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এছাড়াও ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ২০২৬ সাল থেকে 'বাস্তার পানদুম' উৎসব জাতীয় স্বীকৃতি পাবে। এই উৎসবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীরা। আদিবাসী ভাষা, গান ও সংস্কৃতি রক্ষা করার আহ্বানও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসী ভাষা, সঙ্গীত এবং রীতিনীতি সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন যে, এগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
ভাষণকালে শাহ আদিবাসী দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আদিবাসী অধিকারের জন্য লড়াই করা মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওকে স্মরণ করেন। তিনি সামাজিক ন্যায়বিচার নেতা বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য নতুন দরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি বস্তা ৫০০ টাকা। টাকা সরাসরি পৌঁছে যাবে আদিবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অমিত শাহ জানান, ছত্তিশগড়ে তৈরি ধাতব শিল্প, টেরাকোটা ও কাঠের হস্তশিল্পকে 'ভোকাল ফর লোকাল' প্রকল্পের আওতায় এনে আরও প্রচার করতে হবে।
শাহ আদিবাসী নেতাদের জাতীয় স্বীকৃতি তুলে ধরেন, বিরসা মুন্ডা জয়ন্তীকে জনজাতিয় গৌরব দিবস হিসেবে পালন এবং ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনকে উল্লেখ করেন।
আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, চার কোটিরও বেশি বাড়ি নির্মাণ, ১১ কোটি পরিবারকে এলপিজি সিলিন্ডার বিতরণ এবং ১৫ কোটি পরিবারকে পাইপলাইনে জল সরবরাহ। শাহ এমন একটি ভবিষ্যতের কথা তুলে ধরেন যেখানে, বাস্তরের তরুণরা চিকিৎসক, সরকারি কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রের পেশাদার হিসেবে আবির্ভূত হবে, হিংসার পরিবর্তে শিক্ষা এবং সুযোগের উপর জোর দেবে।
নানান খবর

নানান খবর

চলন্ত ট্রেনে মালের দায়িত্ব যাত্রীরই, জিনিস চুরিতে রেল দায়ী না: দিল্লি হাইকোর্ট

ভে্জ বিরিয়ানি অর্ডার করেও,এল চিকেন বিরিয়ানি , নবরাত্রিতে কান্নায় ভেঙে পড়লেন তরুণী

খিদের জ্বালা বড় জ্বালা, হরিদ্বারে ধরা পড়ল সেই ছবি

অভাবে বদলেছে স্বভাব, চোরের স্বীকারোক্তি অবাক করল সকলকে

হাইকমান্ডের কড়া নজরে দলীয় নেতৃত্বই! আমেদাবাদ অধিবেশনে তিন প্রস্তাব পাশ, কড়া বার্তা খাড়গের

পিএইচডি করেও সংসার চালাতে হিমশিম খান এক ব্যক্তি

মেট্রোতে বসেই মদ পান করলেন এক যুবক! ভাইরাল ভিডিও রেগে লাল নেটিজেনরা

আহমেদাবাদ অধিবেশনে প্যাটেলের উত্তরাধিকার পুনরুদ্ধারে কংগ্রেস

বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা দুর্যোগের ঘনঘটা, বাংলার ভাগ্যে কী আছে?

মাখো মাখো প্রেমে আর তর সইল না, স্বামীকে টাটা দিয়ে হবু জামাইয়ের সঙ্গে পালালেন কনের মা

ছয় দশক পর গুজরাটে বসছে কংগ্রেসের দু'দিনের অধিবেশন, বড় সিদ্ধান্তের ঘোষণা?

নবরাত্রীর সময় নিরামিষের বদলে এল আমিষ বিরিয়ানি! তারপর যা হল...

মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ, সেই তিন কমান্ডার-সহ দান্তেওয়াড়ার ২৬ মাওবাদীর আত্মসমর্পণ

মানবিকতার 'উপহার', কুনোর তৃষ্ণার্ত চিতা-শাবকদের জল খাওয়ানোই চাকরি গেল গাড়ি চালকের

ত্রিপুরায় উদ্ধার বাংলাদেশী ড্রোন